Wellcome to National Portal

‘‘ছেলে হোক,মেয়ে হোক,দুটি সন্তানই যথেষ্ঠ” “স্বাভাবিক প্রসব সেবার জন্য আপনার নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগাযোগ করুন”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

‘একটা কথা ভুলে গেলে চলবে না যে, প্রত্যেক বৎসর আমাদের ৩০ লক্ষ লোক বাড়ে। আমার জায়গা হল ৫৫ হাজার বর্গমাইল। যদি আমাদের প্রত্যেক বৎসর ৩০ লক্ষ লোক বাড়ে তা হলে ২৫/৩০ বৎসরে বাংলার কোনো জমি থাকবে না হালচাষ করার জন্য………..। সে জন্য আমাদের পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে।’     

-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

                                             (১৯৭৫ সালের ২৬ মার্চ প্রদত্ত ভাষণের অংশবিশেষ)



কী সেবা কীভাবে পাবেন

13.3 নাগরিক ও সরকারী পর্যায়ে সমস্যা সমূহ এবং সার্ভিস আইডেন্টিফিকেশন

 

সেবার ধরণ

সেবা

সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধা সমূহ

 

নাগরিক পর্যায়

সরকারী পর্যায়

 

পরিবার পরিকল্পনা ও

জন্ম নিয়ত্রন

  • বাড়ী বাড়ী সরবরাহ
  • ক্লিনিকে প্রাপ্ত বিভিন্ন পঃ পঃ পদ্ধতির সেবা
  • আন্তঃব্যাক্তিক যোগাযোগ
  • Unmet demand,অনেক সময় ইচ্ছা থাকলেও হাতের কাছে না থাকায় পঃ পঃ পদ্ধতি গ্রহন করা সম্ভব হয় না।

·         মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারীদের সাথে নিয়মিত সাক্ষাত হয় না।

·         হালনাগাদ এবং যথাযথ তথ্য না পাওয়া।

·         নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা প্রদানকারীদের সব সময় পাওয়া যায় না।

·         ছোট পরিবারের জন্য বিশেষ কোন সুবিধা না পাওয়া।

·         মাঠ পর্যায়ে ব্যাপক মাঠ কর্মীর পদ শূন্য থাকায় বাড়ী বাড়ী সেবা যথাযথ ভাবে সম্পাদন করা যায়না।

·         একজন মাঠকর্মীর কর্ম এলাকায় সক্ষম দম্পতির সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় প্রতিমাসে সকল সঃ দম্পতির সাথে সাক্ষাত সম্ভব হয়না।

·         বর্তমানে একজন মাঠকর্মী কমিউনিটি ক্লিনিক, ই পি আই কেন্দ্র, সাঃ ক্লিঃ এবং অন্নান্য কাজে বেশী ব্যাস্ত হয়ে পড়ায় বাড়ী পরিদর্শনের সময় অনেক কমে গেছে।

·         গনমাধ্যমে প্রচার প্রচারণা যথেষ্ঠ নয়।

·         এক অথবা দুই সন্তান বিশিষ্ট পরিবারের জন্য বিশেষ কোন প্রণোদনার ব্যবস্থা না থাকা।

 

 

 

 

 

মা ও শিশু স্বাস্থ্য সেবা

  • গর্ভ কালীন
  •  প্রসব ও
  • প্রসব পরবর্তী সেবা।

 

  • হালনাগাদ এবং যথাযথ তথ্য না পাওয়া।
  • কোথায় কি সেবা কখন পওয়া যাবে সে সম্পর্কে না জানা।
  • সচেতনতার অভাব।
  • ঘরের কাছে প্রশিক্ষিত ধাত্রী না থাকা।
  • সার্বক্ষনিক ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্র খোলা না থাকা/সেবা না পাওয়া।
  • ঔষধের স্বল্পতা।
  • প্রত্যাশানুযায়ী সেবা না পাওয়া।
  • প্রসব পরিকল্পনা সম্পর্কে ধারনা না থাকা।
  • আন্তঃব্যাক্তিক যোগাযোগ কম।
  • গনমাধ্যমে প্রচার প্রচারণা যথেষ্ঠ নয়।
  • গ্রাম পর্যায়ে প্রশিক্ষিত ধাত্রী না থাকা।
  • কোন কোন ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের অবকাঠামো খুবই খারাপ।
  • কোন কোন ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা প্রদান কারীর বাসস্থানের সুব্যবস্থা ও নিরাপত্তা না থাকা।
  • স্বার্বক্ষনিক প্রসব সেবা সকল কেন্দ্রে না থাকা।
  • সেবা প্রদানকারীগন ক্লায়েন্টকে যথেষ্ট সময় না দেয়া।

 

 

প্রচার/ প্রচারনা

  • সচেতনতামূলক প্রোগ্রাম।
  • স্থানীয় পর্যায়ের নেত্রীবর্গের সহায়তা।
  • সচেতনতার অভাব।
  • ছোট পরিবারের জন্য বিশেষ কোন সুবিধা স্থানীয় ভাবে না পাওয়া।
  • অপ্রতুল প্রচার প্রচারনা
  • স্থানীয় পর্যায়ের নেত্রীবর্গকে এ প্রোগ্রামে যথেষ্টভাবে সংযুক্ত করতে না পারা।

 

 

প্রশিক্ষণ

  • সেবা প্রদনকারীদের প্রশিক্ষণ।
  • মান সম্মত সেবা না পাওয়া।
  • সেবা প্রদানকারীদের attitude  positive নয়।

 

  • ইন সার্ভস ও need based প্রর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না থাকা।