Wellcome to National Portal

‘‘ছেলে হোক,মেয়ে হোক,দুটি সন্তানই যথেষ্ঠ” “স্বাভাবিক প্রসব সেবার জন্য আপনার নিকটস্থ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগাযোগ করুন”

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

‘একটা কথা ভুলে গেলে চলবে না যে, প্রত্যেক বৎসর আমাদের ৩০ লক্ষ লোক বাড়ে। আমার জায়গা হল ৫৫ হাজার বর্গমাইল। যদি আমাদের প্রত্যেক বৎসর ৩০ লক্ষ লোক বাড়ে তা হলে ২৫/৩০ বৎসরে বাংলার কোনো জমি থাকবে না হালচাষ করার জন্য………..। সে জন্য আমাদের পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্ল্যানিং করতে হবে।’     

-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

                                             (১৯৭৫ সালের ২৬ মার্চ প্রদত্ত ভাষণের অংশবিশেষ)



যোগাযোগ

ড: মো: জাহাঙ্গীর হোসেন

উপজেলা প:প: অফিসার

মোবাইল: ০১৭১৬১২১৪২৮

ই-মেইল: ufpo.nasirnagar@gmail.com 

টেলিফোন: ০৮৫২৬৫৬০৬০

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া।

 

তাছাড়া সড়ক ও নদী পথে নিম্নাক্ত উপায়ে যোগাযোগ ব্যবস্থা আছে।

সড়ক পথে

 

ঢাকা থেকে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক পথে বিশ্বরোড পর্যন্ত এসে বিশ্বরোডের মোড় থেকে ১৮ কিঃমিঃ উত্তরে নাসিরনগর উপজেলা।

কুমিল্লা থেকে কুমিল্লা - ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ক পথে বিশ্ব রোড পর্যন্ত এবং বিশ্ব রোড থেকে১৮ কিঃমিঃ উত্তরে নাসিরনগর উপজেলা।

নদী পথে

মেঘনা নদী পথে     ভৈরব হতে (চাতলপাড় ইউনিয়ন) নাসিরনগর উপজেলায় মালামাল পরিবহন করা যায়।

 

 

বিঃদ্রঃ-রেল পথে নাসিরনগর উপজেলার সাথে কোন যোগাযোগ নাই।